December 30, 2024, 5:58 pm
নেছারাবাদ(পিরোজপুর)সংবাদদাতা:
নেছারাবাদে ভয়াবহ অগ্নিকান্ডে নয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোররাতে স্বরূপকাঠি পৌরসভার ৪নং ওয়ার্ডে কাছেম সরদার বাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারনা করা হচ্ছে। স্থানীয়রা বলেন, জলিল মিয়ার ঘর প্রথমে ফ্রীজ বিস্ফোরণ হয় এবং সেখান থেকে আগুনের সুত্রপাত হয় ।
প্রতিবেশি বৃদ্ধ মালেক মিয়া বলেন, আমারা ঘুমানো ছিলাম। আনুমানিক ৪.১৫ মিনিটের সময় চিৎকার এনং আগুনে পোড়ার শব্দ শুনে বাইরে বেড়িয়ে দেখি আগুনের লেলিহান শিখা। কোন কিছু আচ করার মধ্যে আগুনে সব কিছু পুড়ে ছাই। আগুনে নয়টি ঘর পুড়ে গেছে।
স্থানীয় রফিকুল ইসলাম বলেন, আগুন নয়টি ঘর পুড়েছে। এরমধ্যে কাঠের আড়ৎদার জলিল মিয়া, করাতকল মিস্ত্রী কালাম, শ্রমিক মিন্টু, রাজমিস্ত্রী জাকির, তরকারি বিক্রেতা নজরুল, পাপস বিক্রেতা খাইরুল বেশি ক্ষতিগ্রস্থ। এদের ঘরে নগদ টাকা, আসবাবপত্র,স্বর্না অলঙ্কার ছিল। এছাড়া আংশিকভাবে হানিফ, জাহিদ,টিটুদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
নেছারাবাদ ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুস সালাম জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিভানোর কাজ শুরু করি। পরে আগুনের তিব্রতা আরো বাড়লে বানারীপাড়া ফায়ারসার্ভিসের আরো একটি ইউনিট এসে কাজ শুরু করে। আগুনে নয়টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। বিদ্যুৎতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিভানো সম্ভব হয়েছে।
আনোয়ার হোসেন
নেছারাবাদ,পিরোজপুর