স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : নানা অায়োজনে মধ্যদিয়ে গোপালগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি এসব কর্মসূচির অায়োজন করে।
“শিশু জন্য বিনিয়োগ করি, ভবিষ্যাতের বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে অাজ সোমবার (০২ অক্টোকর) সাড়ে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষেণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অালোচনা সভা অনুষ্ঠিত হয়। অালোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল অালম। সভায় শিশু অধিকারের বিষয় নিয়ে আলোচনা করা হয়। #
Leave a Reply