জনপ্রিয় টিভি” চ্যানেল আই ২৫ বছরে পদার্পণ হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত

মশিউর রহমান,

হবিগঞ্জ প্রতিনিধি।। চ্যানেল আই এবার পড়ছে ২৫ বছরে। আমরা বলছি পঁচিশ উচ্ছ্বাস, লাল সবুজে বিশ্বাস, বাংলার গণ্যমাধ্যম ইতিহাসে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই অধ্যায়টি দারুণ ভাবে বর্ণময়, যার সঙ্গে নিবিরভাবে বিশ্বজুড়েই বাংলা ভাষাভাষী মানুষ উদযাপন করলো চ্যানেল আইয়ের জন্মদিন। এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে চ্যানেল আইয়ের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

১লা অক্টোবর রবিবার দুপুরে হবিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলায়তনে সুধী সমাবেশ ও কেক কাটার আয়োজন করা হয়। হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি এ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক দেবী চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোহাম্মদ খলিলুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিস, একাত্তরে স্বাধীন বাংলাদেশের হবিগঞ্জে প্রথম পতাকা উত্তোলনকারী বীরমুক্তিযোদ্ধা মিয়া মোঃ শাহজাহান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্সি আব্দুর রহিম জুয়েল, সাবেক ডেপুটি কমান্ডার গৌর প্রসাদ রায়, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি রাসেল চৌধুরী, খেলাঘরের সাধারণ সম্পাদক রোটারিয়ান বাদল কুমার রায়, জেলা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট হুমায়ূন কবির সৈকত, বান্দরবনের সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল, বীরমুক্তিযোদ্ধা গিরেন্দ্র সরকার, মর্তুজ আলী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, সাংবাদিক ফয়সল চৌধুরী, আজহারুল ইসলাম চৌধুরী, নায়েব আলী, সৈয়দ মশিউর রহমান, খান রাহাত চপল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি শেখ মোঃ শাহ আলম, পৌর কমান্ডের সভাপতি সাইফুল ইসলাম, রেনেসা ইনস্টিটিউটের পরিচালক আবু নাছের শাহীন, বীর মুক্তিযোদ্ধা সন্তান ইজাজুর রহমান চৌধুরী পলাশ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানের বিভিন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক ভোরের সময়ের ব্যোরো প্রধান শাহ জালাল উদ্দিন জুয়েল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *