December 22, 2024, 6:00 am
হেলাল শেখ: বাংলাদেশের উন্নয়নের সরকার বারবার দরকার, উন্নয়ন করে না, উন্নয়ন দেখতে চায়না তারা হলো রাজাকার।
আওয়ামী লীগের সরকার আমলে দেশের প্রতিটি এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে, জয় হোক জনতার।
যারা দেশের উন্নয়ন দেখে হিংসা করছো, তাদের দেশে থাকার অধিকার নেই, তোমরা রাজাকার, দেখো পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেল চালুসহ সিলেট ও রাজশাহী শহরে যাও বুঝতেও পারবে না এটা কোন দেশ।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চলো যাই রাজশাহী শহরে ঘুরে আসি। শেখ হাসিনা সরকার বারবার দরকার, আবারও আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নে শরীক হই, জয় বাংলা।
কিছু এলাকায় জনপ্রতিনিধির ভুলে হয়নি উন্নয়ন, এটা সরকারের বদনাম, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, রাস্তা-ঘাটের উন্নয়ন করুন, আবারও নৌকা মার্কায় ভোট দিন।