পাইকগাছায় মদ পানকরে মাতলামী দুই মাদকাসক্তকে আটক

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় জনসম্মুখে মদ পানকরে মাতলামী করা কালে দুই মাদকাসক্তকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদেরকে আটক করা হয়। থানায় তাদের নামে মামলা হয়েছে।
মামলার বাদী হাসানুজ্জামান জানান, বৃহষ্পতিবার রাতে পৌর সদরের বাস স্ট্যান্ড এলাকায় জনসম্মুখে মদ পানকরে মাতলামী শুরু করে দুই জন মাদকাসক্ত ব্যক্তি। তারা হলেন, উপজেলার কপিলমুনির সাইফুল গাজীর ছেলে রব্বানী গাজী(২৫) ও একই এলাকার আফসার আলী বিশ্বাসের ছেলে আলমগীর বিশ্বাস(৩৫)। এ সময় তারা মাদকাসক্ত হয়ে বিভিন্ন লোকজনকে উত্তক্ত করছিলো। এলাকার লোকজন থানাপুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, দুইজন মাদকাসক্ত ব্যক্তি পৌরসদরের স্ট্যান্ড এলাকায় মাতলামী করছিলো। এ সময় পুলিশ তাদেরকে আটক করে। আটক ব্যক্তির নামে মাদক মামলা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *