December 21, 2024, 2:56 pm
খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন পালন উপলক্ষে বরগুনার বেতাগীতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সমূহ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এর আগে পৌর অডিটরিয়ামের সামনে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করা হয়। শুক্রবার সকাল এগারটায় বঙ্গবন্ধু স্কোয়ারের সম্মুখ থেকে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সমূহের একটি শোভাযাত্রা পৌর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এবিএম গোলাম কবিরের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম পিন্টু, খলিলুর রহমান, মহসিন ফয়সাল অপু, সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক হাদীসুর রহমান পান্না সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পথ সভায় দলের সকল স্তরের নেতা-কর্মিদের ঐক্যব্ধভাবে থেকে বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র মোকাবেলার আহবান জানানো হয়।