December 21, 2024, 4:49 pm
মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ঢাকা – বরিশাল মহাসড়কের সোনার বাংলা বাজার সংলগ্ন আরবার হাইওয়ে মার্কেট ও পালকী হাইওয়ে রেস্টুরেন্ট উদ্ধোধন করা হয়েছে । ২৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুর দুই টায় মার্কেট ও রেস্টুরেন্টের উদ্বোধন করেন উজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ মজিদ সিকদার বাচ্চু। এ সময় আকস্মিক মার্কেট পরিদর্শন করেন মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মীরা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল , বামরাইল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইউসুব হোসেন হাওলাদার , শিকারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ছরোয়ার হোসেন হাওলাদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সহ-সভাপতি চঞ্চল সর্দার,যুগ্ম সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না, বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুস সালাম সরদার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির,বামরাইল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি,শিল্পী আক্তার, উজিরপুর মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইউপি সদস্য মোঃ আশ্রাফ আলী রাঢ়ী,বামরাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সাংবাদিক জাহিদুল ইসলাম মিঠু , আবরার মার্কেটের মালিক পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ জুয়েল শেখ, পালকী হাইওয়ে রেস্টুরেন্টের মালিক মোঃ মহসিন হাওলাদার , ব্যবসায়ী নাসির উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।