বরগুনা তালতলীতে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় নামিসে পাড়া কারিতাস আইসিডিবি রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্রটিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বরিশাল ক্যাথলিক ডায়সিসের প্রজেক্ট মারিয়া সিক সেল্টার এর আয়োজনে রাখাইন সমাজ উন্নয়ন সাংস্থার সহযোগিতায়
মি: মংচিন থান এর সভাপতিত্বে মেডিকেল ক্যাম্প উদ্ধোধন করেন, নামিসে পাড়া বৌদ্ধ বিহারের সভাপতি মিস্টার চোচিমং উপস্থিত ছিলেন সিস্টার রোজিনা থামি, হেলথ এসিস্টে মি.মিল্টন মজুমদার,পিএসটি সেএেটারী মিস্টার সুমন ও কারিতাস সিডিএ মিসেস চান্ডা প্রমুখ।মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সহায়তা প্রদান করেন ডা:মংম‍্যা এসময় তারা ১০০শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ প্রদান করেন ।
মংচিন থান
বরগুনা প্রতিনিধি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *