December 22, 2024, 6:08 am
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
চলমান এইচএসসি পরিক্ষার ব্যবহারিক পরিক্ষা শেষে আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে বান্ধবীদের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন মনিরা খাতুন (১৮)। ঘাটাইল-সাগরদীঘি সড়কের কুশারিয়া বাসস্ট্যান্ড এলাকায় পেীঁছলে তাদের বহন করা অটোরিকশা ও ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশা থেকে ছিটকে পড়েন মনিরা। ঘাতক ট্রাকটি তাকে টেনেহিঁচড়ে নিয়ে যায় প্রায় সাত হাত। ট্রাকের চাকার সঙ্গে লেগেছিল ডান পায়ের জুতা। ঘটনাস্থলেই প্রাণ যায় তার। মনিরা রসুলপুর ইউনিয়নের সরাবাড়ি কাজলা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।
জানা যায়, উপজেলার ধলাপাড়া কলেজ থেকে এইচএসসি পরিক্ষা দিচ্ছিলেন মনিরা। পরিক্ষার কেন্দ্র ঘাটাইল ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ। বুধবার ছিল তাদের ব্যবহারিক পরিক্ষা। পরিক্ষা শেষে বান্ধবীদের সঙ্গে অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন তিনি। প্রত্যেক্ষদর্শীরা জানান, পরিক্ষার্থীদের বহন করা অটোরিকশাটি কুশারিয়া বাসস্ট্যান্ড পাড় হয়ে একটু দূরে গেলে সাগরদীঘি থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশা থেকে ছিটকে পড়েন মনিরা। ট্রাকটি প্রায় সাত হাত টেনেহিঁচড়ে নিয়ে যায় তাকে। স্থানীয়রা এসে যতক্ষণে মনিরাকে উদ্ধার করেন, ততক্ষণে মনিরার দেহে প্রাণ ছিলনা বলে জানান উদ্ধারকারীদের মধ্যে একজন আবুল কালাম। তবুও কয়েকজন মিলে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক মনিরাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি স্থানীয়রা আটক করলেও পালিয়ে গেছেন চালক।
ধলাপাড়া কলেজেরে ইংরেজি বিভাগের প্রভাষক মো.বাহাদুর কবির বলেন, মনিরা তাদের কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরিক্ষায় অংশ গ্রহণ করছিলেন। বুধবার ছিল তাদের ভূগোল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা।
ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতাক আছেন। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।