আনোয়ার হোসেন।
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
একজন এম,বি,বি,এস ডাক্তার পাঁচ বছর ট্রেনিং করে ডাক্তারি করেন। আর আমি বিশ বছর ডাক্তাদের সাথে কাজ করে অভিজ্ঞতা অর্জণ করেছি। উচ্চস্বরে কথাগুলো বলছিলেন স্বরূপকাঠির মেডিপ্রাইম ক্লিনিকের ম্যানেজার এসএসসি পাশ করা সুকদেব মন্ডল। ওই ক্লিনিকে প্রসুতি নারীদের অপারেশনের সময় সার্জনের সাথে ওটিতে অবস্থান করেন সুকদেব মন্ডলসহ একাধিক পুরুষ কর্মচারী। সিজারিয়ান অপারেশন শেষে মা ও নবজাতকের পরবর্তী চিকিৎসাপত্র দিয়ে থাকেন সুকদেব মন্ডল। সম্প্রতি আরামকাঠি গ্রামের মালিহা বেগম নামে এক গৃহবধূ ওই ক্লিনিকে ভর্তি হয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় বাচ্চা প্রশব করেন । সুকদেব মন্ডল প্রসুতি মালিহা বেগম ও তার নবজাতক শিশুকে ব্যবস্থাপত্র দেন। তার দেয়া ব্যবস্থাপত্রের একটি হারবাল ঔষধ সেবন করে রোগী অসুস্থ হয়ে পড়লে অনিয়মের বিষয়টি সবার নজরে আসে। বহুমুখি প্রতিভার দাবীদার সুকদেব মন্ডল ওই ক্লিনিকের রোগীদের কাছে ডাক্তার হিসেবে পরিচিত।
জানাগেছে চরম অব্যবস্থাপনার মধ্যে চলছে স্বরূপকাঠির মেডিপ্রাইম ক্লিনক। নিয়ম অনুযায়ী সার্বক্ষণিক একজন রেজিষ্ট্রার্ড চিকিৎসক থাকা বাধ্যতামুলক হলেও সেখানে তা নেই। বাইরে থেকে সার্জারীর চিকিৎসক এনে অপারেশনের কাজ সারেন ক্লিনিক কর্তৃপক্ষ। অভিযোগে রয়েছে ওই ক্লিনিকে অপারেশনের জন্য নির্ধারিত কোনো এ্যানেস্থেসিয়া ডাক্তারও নেই। প্রশিক্ষিত নার্স, ডিপ্লোমাধারি টেকনোলজিষ্ট, আয়া ও স্বাস্থ্যকর পরিবেশ থাকার বিধান রয়েছে। অথচ ভুয়া টেকনোলজিষ্ট দিয়ে কাজ করানো হয় ওই ক্লিনিকে। সরকারি নির্দেশ উপেক্ষা করে একাধিক মালিকানার ওই ক্লিনিক পরিচালনা করছেন কথিত চিকিৎসক সুকদেব মন্ডল । এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুকদেব মন্ডল বলেন, আমি মেডিপ্রাইম ক্লিনিকের ম্যানেজার পদে আছি। তিনি বলেন, আমি সার্জনের সহযোগী হিসেবে সিজারিয়ান অপারেশনের সময় ওটিতে থাকি। সুদেব নিজেকে এস,এস,সি পাশের পরে ডিএমএ এবং এলএমএফ পাশ করেছেন বলে দাবী করেন। ওইসব কোর্স করার কারনে প্রসুতিদের চিকিৎসাপত্র দিতে পারেন বলে তার দাবী। সুদেবের অভিযোগ অন্যান্য সব ক্লিনিকের ম্যানেজাররা রোগীদের ব্যবস্থাপত্র লিখে থাকেন। তিনি লিখলে দোষ কোথায়। পিরোজপুরের সিভিল সার্জন ডাঃ হাসানাত ইউসুফ জাকি জানান, নেছারাবাদের(স্বরূপকাঠি) ওই ক্লিনিকে অব্যবস্থাপনার বিরুদ্ধে কেউ কোন লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া নিবেন। ক্লিনিকের অব্যবস্থাপনার বিষয়ে সরেজমিনে আপনার পরিদর্শনের নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের অফিসের নানা কাজ থাকে। সে কারনে চাইলেই যখন তখন পরিদর্শন করা সম্ভব হয়না।
স্বরূপকাঠির মেডিপ্রাইম ক্লিনিকে এসএসসি পাশ করা ক্লিনিক ম্যানেজার দিয়ে থাকেন ব্যবস্থাপত্র

Leave a Reply