সুন্দরগঞ্জে মাসকলাই ও পিঁয়াজ বীজসহ সার বিতরণ

মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই, পিঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে কৃষি অধিদপ্তরের ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ মৌসুমে মাসকলাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজ (নাবী) প্রণোদনা কর্মসূচীর আওতায় বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মিজানুর রহমান, কৃষিবিদ আনিছুর রহমান, উদ্ভিদ সংরক্ষণ অফিসার সাদেক আলী, উপ-সহকারী কৃষি অফিসার মোখলেসুর রহমান, সরোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, হারুন অর রশিদ, বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ প্রমূখ। এতে ১৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৫ কেজি করে মাসকলাই, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে বিতরণ করা হয়। এছাড়াও ৮০ জনকে ১ কেজি পেঁয়াজ ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ২০ কেজি, বীজ শোধনের ছত্রাকনাশক ও সেডের জন্য পলিথিন দেওয়া হয়। মোট ২৬০ জন কৃষককে প্রণোদনা দেয়া হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *