ওসি মোস্তাফিজারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধঃ
গত (২৬ সেপ্টেম্বর) রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ পরিদর্শক মোঃ মোস্তাফিজার রহমান, অফিসার ইনচার্জ, তারাগঞ্জ থানা কে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন রংপুর জেলার পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী।

এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর; মো: ইফতে খায়ের আলম অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর; হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; মোঃ আবু আশরাফ সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; মোঃ রাসেল রানা, সহকারী পুলিশ সুপার(এসএএফ), রংপুরসহ বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জগণ।

অনুষ্ঠানে কর্মকর্তাগণ বিদায়ী অতিথির বিভিন্ন কর্মদক্ষতার নিদর্শন তুলে ধরে একসাথে কাজ করার বর্ণিল স্মৃতিচারণ করেন। সেই সাথে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

পুলিশ সুপার জেলা পুলিশ রংপুরের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুল ও সম্মাননা স্মারক উপহার দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *