September 15, 2025, 1:51 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
পটিয়ায় বৃদ্ধ খু-নের মাম-লায় আরও এক আ-সামী কারা-গারে উজিরপুরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বি-রুদ্ধে ঘু-ষ দু-র্নীতির অ-ভিযোগ কুমিল্লা নগরীর ভোরের আলো ছড়ানোর আগ মুহূর্তেই ছি-নতাই আ-তঙ্ক তিতাস গ্যাসের প্রকৌশলী আনিসুর রহমান মিলনের ইন্তে-কাল ঝিকরগাছায় বাস-পিকআপ মু-খোমুখি সংঘ-র্ষে একজন নিহ-ত ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন নলছিটির খালেদ সাইফুল্লাহ দুধ খাওয়ার জন্য কা-ন্না করছিল ৫ মাসের শিশু “গ-লা কে-টে হ-ত্যা করল মা” যুব সমাজকে মা-দক থেকে দূরে রাখতে সুজানগরে প্রীতি ফুটবল ম্যাচ অ-নুষ্ঠিত পাবনা-২ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়ে আজম আলী বিশ্বাসের বিশাল মোটরসাইকেল শো-ডাউন রাজশাহীর দুর্গাপুর, বাগমারার পর এবার গোদাগাড়ী খাদ্য গুদামে পচা চাল মিলছে গরি-বের ভাগ্যে
সকল নাগরিক আইনের চোখে সমান-রাষ্ট্র কেবল ধর্ম বর্ণ,শ্রেণী ও স্থায়ী বা অস্থায়ী দেখে না

সকল নাগরিক আইনের চোখে সমান-রাষ্ট্র কেবল ধর্ম বর্ণ,শ্রেণী ও স্থায়ী বা অস্থায়ী দেখে না

সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ)- বাংলাদেশ স্বাধীন আর সকল নাগরিক আইনের চোখে সমান-রাষ্ট্র কেবল ধর্ম, বর্ণ শ্রেণী ও স্থায়ী বা অস্থায়ী দেখে না কিন্তু দেশের শহরগুলোতে বহিরাগত জেলার লোকজন কাজের সন্ধানে আসলে তাদের উপর কিছু স্থানীয়রা বিভিন্ন ভাবে নির্যাতন করে এবং সামাজিক ভাবে বিচার করে, বিচারকরা স্থানীয়দের পক্ষেই বেশিরভাগ অবস্থান নিতে দেখা যায়।
বিশেষ করে অর্থ-সম্পদ ও বাড়ি, গাড়ির মালিকের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে কিছু পুলিশ সদস্য বেশিরভাগ স্থানীয়দের পক্ষে কাজ করতে দেখা যায় কিন্তু দেশের সকল নাগরিক আইনের চোখে সমান-রাষ্ট্র কেবল ধর্ম, বর্ণ, শ্রেণী দেখে না। বাংলাদেশের প্রত্যেক নাগরিকই আইনের নিরাপত্তা ও আইনানুগ আচরণ লাভের অধিকারী। বিশেয়ত আইন অনুযায়ী কোনো নাগরিকের জীবন স্বাধীনতা, দেহ, সম্মান বা সম্পত্তির প্রতি ক্ষতিকারক ব্যবস্থা গ্রহণ করা যাবে না। সুবিচারের অধিকার ঃ প্রত্যেক নাগরিকই বিচার ও শক্তি সম্পর্কে উপযুক্ত রক্ষাকবচ বা নিরাপত্তা লাভ করবে। অভিযুক্ত ব্যক্তি স্বাধীন ও নিরপেক্ষ আদালত কর্তৃক দ্রুত প্রকাশ্য বিচার লাভ করবে। কম্পিউটার বিসিএস প্রিলিমিনারী গাইড, ৭৪ পাতা থেকে সূত্র। ১৭, বিচার ও দণ্ড সংক্রান্ত অধিকার ঃ কোন নাগরিককে প্রচলিত আইন ভঙ্গ করার অপরাধ ব্যতীত দোষী সাব্যস্ত করা যাবে না এবং আইনের নির্ধারিত দণ্ড ছাড়া অধিক দণ্ড দেয়া যাবে না।
ঢাকার প্রধান শিল্পা ল সাভার আশুলিয়ায় দেশের প্রায় ৬৪ জেলার মানুষ বসবাস করেন, বেশিরভাগ মানুষ পোশাক কারখানায় কাজ করেন, অন্য পেশায়ও আছেন অনেক মানুষ কিন্তু কিছু স্থানীয় বাড়ির মালিক ও প্রভাবশালীরা অন্যায়ভাবে বহিরাগতদের উপর হামলা করে, নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে থাকে। এসব ব্যাপারে থানায় অভিযোগ করতে গিয়েও নানারকম বাধার শিকার হয় অনেকেই। অনেক অভিযোগের তদন্তই করেন না কিছু পুলিশ অফিসার। ঢাকা-১৯ আসনে সাভার আশুলিয়ায় অনেক রাস্তার বেহাল অবস্থা। মানুষের কাজের মজুরির চেয়ে খরচ বেশি, রাস্তা-ঘাটে চলাচল করতে গিয়েও বিভিন্ন সমস্যা হয় সাধারণ মানুষের। শ্রমিক সাধারণের সামান্যতম ভুল হলে ক্ষমা না করে তাদের কর্মস্থল থেকে বেড় করে দেয়া হয়, বাসা বাড়ি ভাড়া ও দোকান খরচ না দিতে পারলে পাওনাদার আটক রেখে তাদের উপর নির্যাতন করে। অনেকেই আইন নিজ হাতে তুলে নিয়ে মারপিটসহ হত্যার মতো ঘটনা ঘটায়। কিছু মানুষের বিবেক বলতে কিছু নেই। অনেকেই টাকার গরমে মানুষকে মানুষ মনে করেন না। এই এলাকায় ১৫ বছর আগে যাদের কিছুই ছিলো না, বর্তমানে অনেকেই শত শত কোটি টাকার মালিক। আইন সবার চোখে সমান হলে এইসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হয় না? সমস্যা কি? আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে চলবো এই প্রত্যাশা করি সবার কাছে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য আর আইন সবার জন্য সমান হোক। অপরাধীর কঠিনতম শাস্তি দাবী জানাচ্ছি, দোষী ব্যক্তির সাজা নিশ্চিত করার লক্ষে সবাই মানবিক হওয়া দরকার।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD