মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকালে আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি আব্দুর রশিদ সরকার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত মেজর রানা মোজাম্মেল সোহেল, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির, এমপি আদেলুর রহমান আদেল, প্রধান আলোচক কেন্দ্রীয় জাপা নেতা ও সাবেক গাইবান্ধা জেলা প্রশাসক আতাউর রহমান আতা, সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুর রশিদ সরকার ডাবলু, সাবেক উপজেলা জাপার যুগ্ম সাধারণ এটিএম এনামুল হক মন্টু, জাপা নেতা মশিউর রহমান পলাশ প্রমূখ। জাপা এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী তাঁর বক্তৃতা কালে নিজ দলের নেতাকর্মীদের সামনের নির্বাচনে লাঠিসোটা নিয়ে প্রস্তুত থাকার আহবান জানান। সম্মেলন টি সঞ্চালনা করেন উপজেলা জাপার সদস্য সচিব আব্দুল মান্নান মণ্ডল। এসময় স্থানীয় এমপি শামীম হায়দার পাটোয়ারীকে উপজেলা জাপার সভাপতি এবং সদস্য সচিব আব্দুল মান্নান মণ্ডলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

Leave a Reply