December 21, 2024, 11:34 am
ষ্টাফ রিপোর্টারহ
বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার নবনির্বাচিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য,জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ফজলে রাব্বি বলেছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আওয়ামী লীগের প্রত্যেক কর্মীকে এখনই মাঠে নেমে পড়তে হবে। মানুষের ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে। এই নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে। ষড়যন্ত্রকারীরা বসে নেই। এ বিষয়েও সচেতন থাকতে হবে।
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় ত্রিশাল উপজেলার ৩নং কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বিকে সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগে কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শরীফ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,আব্দুল মতিন,ক্রিড়া সম্পাদক শাহরিয়ার হাসান অপু,৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজমুল হুদা,আওয়ামী লীগ নেতা আব্দুল বারীসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরাও যোগ দেন। এ সময় ফজলে রাব্বী কে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।