December 30, 2024, 5:11 pm
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
“পড়িলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকারে রই”প্রতিপাদ সামনে রেখে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন বেসরকারী পাঠাগার স্থপিত হয়। জেলার কালীগঞ্জ উপজেলার ৪ নং দলগ্রাম ইউনিয়নের গ্রামে প্রায় কয়েক বছর আগে গড়ে উঠা সরকারি তালিকা ভুক্তিকরণ যাহার নম্বর:- লাল -১১ ,তারিখ – ৩০-১০-২০১৬খ্রিস্টাব্দ ” প্রফিট ফাউন্ডেশন পাঠাগার নামে” এই পাঠাগারটি অত্র অঞ্চলে শিশু কিশোর যুব-বৃদ্বদের জন্য যেনো আলোকবর্তীকা। বর্তমান যুব-সমাজ যেখানে মাদক সহ নানা রকম নেশায় মেতে উঠছে, উঠতি বয়সের কিশোরেরা যেখানে দিনদিন মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। নীতি,নৈতিকতা সামাজিকতা যেখানে শিকায় উঠার জো হয়েছে। সর্বত্র যেখানে সামাজিক অবক্ষয় বিরাজমান সেইখানে এক অজোপাড়াগায়ে গড়ে উঠেছে এক বিশাল লাইব্রেরী/পাঠাগার। সমাজের সকল অপসংস্কৃতি, অন্যায় অবিচার সহ সকল প্রকার খারাপ নেশা হতে যুব সমাজকে মুক্ত রাখতে বই পাঠে মনোযোগী হতে ও অভ্যাস্ত করতে বিভিন্ন মাধ্যমে সর্বদা প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে পাঠাগার কর্তৃপড়্গ । পাঠাগারটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান আহমেদ জানান বর্তমান তথ্যপ্রযুক্তির ও ব্যস্ততম এই যুগে মানুষকে বই পাঠে মনোযোগী করতে আমাদের কে কঠিন পরিশ্রম করতে হচ্ছে। তবু আমরা আশাবাদি এ কারণে যে , মানুষের যথেষ্ট সাড়া পাচ্ছি। বই পাঠে মনোযোগী করে তোলার পাশাপাশি পাঠাগারের মাধ্যমে আমরা বিভিন্ন সামাজিক সেবা কার্যক্রম পরিচালনা করে থাকি। সরকারী বে-সরকারী পৃষ্ঠপোষকতা ও সহযোগীতা পেলে আগামী দিনে এই পাঠাগার টি সকল ধরনের সামাজিক অবড়্গয় রোধে আরো সফল ভুমিকা পালনে সড়্গম হবে বলে আমরা আশা করছি। আমরা সকলস্তরের পাঠকদের পাঠাগারমুখী হয়ে জ্ঞানের আলোয় আলোকিত হয়ে নিজ নিজ জায়গা হতে সমাজকে আলোকিত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
হাসমত উল্লাহ