December 21, 2024, 5:22 pm
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ সদরে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির ঐচ্ছিক তহবিল থেকে উপহার হিসাবে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার গরীব, দুস্থ, অসহায় ব্যক্তিদের হাতে বেগম রওশন এরশাদ এমপি এই চেক বিতরণের কথা থাকলেও তার অনুপস্থিতে এই চেক তুলে দেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্ত আস্থাভাজন ও মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম।
সোমবার (২৫শে সেপ্টেম্বর) বেলা ১১ টায় আর্থিক অনুদানের চেক বিতরন উপলক্ষে উপজেলা প্রশাসন মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনায় ভিডিও কনফারেন্সে বক্তব্যে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ ময়মনসিংহের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানান।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম,জেলা জাতীয় পার্টির ,যুগ্ম আহবায়ক মোঃ শাহজাহান,সাব্বির হোসেন বিল্লাল,লাল মিয়া লাল্টু,এবি ছিদ্দিক,সদর উপজেলা জাতীয় পার্টি সভাপতি ইদ্রিস আলী,সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন দুলাল,জাপা নেতা তফাজ্জল হোসেন দারুগা,
জাতীয় কৃষক পার্টির সাবেক সভাপতি রুবেল আলী,
জাতীয় তরুণ পার্টি সভাপতি কাউসার আহমেদ,,
জাতীয় যুব সংহতি জেলা শাখার আহবায়ক শরীফ খান পাঠান মিল্টন,জালাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৮৩ জন গরীব, দুস্থ, অসহায়দের মাঝে ৩হাজার টাকা করে ২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরন করা হয়। অনুষ্ঠান শেষে পল্লীবন্ধু প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার শান্তি কামনা এবং এজই বেগম রওশন এরশাদ এমপির সুস্থতায় ও যে সকল অসহায়, দুস্থ ব্যক্তিরা অনুদানের চেক পেল তারা সহ দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় আব্দুল আউয়াল সেলিম তার বক্তব্যে-সদর এলাকার উন্নয়ন ধারা বজায় রাখতে উপজেলার সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান।