ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রতিপক্ষের হামলায় গর্ভবতী মা সহ ২ জন আহত

গীতি গমন।
স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জগথা গরুস্থান পাড়া এলাকায় বৃহস্পতিবার আনুমানিক দূপুর ১২ টায় মোঃবিশালের গর্ভবতী স্ত্রী মোছাঃনারগিস আক্তার(২০)কে ও মোঃআসাদকে দলবদ্ধ ভাবে মারপিটে জখম করে একই গ্রামের প্রতিপক্ষ মমিনুল ইসলাম,মামুন,মোঃমারুফ,শিখা আক্তার,মহুবা বেগম।

এ বিষয়ে আহত গর্ভবতী মা নারগিস ও আসাদ চিকিৎসার জন্য পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।বর্তামানে নারগিস ও আসাদ হাসপাতালে ব্যাথার সাথে কাতরাচ্ছেন।

এ বিষয়ে নারগিসের সাথে কথা হলে তিনি সাংবাদিক বলেন আমি কোন দোষ করিনি, আমি একজন গর্ভবতী মা তবুও আমাকে মারপিট করে জখম করে। এবং এ বিষয়ে আসাদের কাছে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিক বলেন আমি কোন কিছুই করিনি প্রতিপক্ষ মমিনুল সহ তার লোকজন আমার উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে মারপিটে জখম করে আমি তাদের উপযুক্ত বিচার চাই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *