ঈদগাঁওতে বিএনপি নেতা জসিম মেম্বারের ড্রেজারের গর্তে শিশুর মৃত্যু

মোঃ কাউছার উদ্দীন শারীফ,ঈদগাঁওঃ

বন্য হাতি হত্যা মামলার আসামী ছকি সহ বিএনপির আলোচিত নেতা জসিম মেম্বারের ড্রেজার দিয়ে বালি উত্তোলনের গর্তে ইসলামাবাদ দারুসসালাম দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আলমের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত শুক্রবার ২২ সেপ্টেম্বর সকালে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের মধ্যম গজালিয়া জসিম মেম্বারের বিল নামক এলাকায় এঘটনা ঘটে। নিহত শিশু একই ইউনিয়নের গজালিয়া এলাকার উমর বাচ্চা মিয়ার ছেলে মোঃ আলম ও তার পালক বাবা হিসেবে আব্দুল আজিজ নামের একজন রয়েছে বলে জানা গেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ ৯ নম্বর ওয়ার্ডের এমইউপি সদস্য সিরাজুল ইসলাম।

জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ও একই ওয়ার্ডের সাবেক এমইউপি সদস্য জসিম মেম্বার ও বন্য হাতির হত্যা মামলার আসামী ছকির নেত্বতে প্রভাবশালী সন্ত্রাসী বাহিনীর একাধিক সদস্যরা কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন রাজঘাট বিট এলাকা এবং ইসলামপুর-ইসলামাবাদ ইউনিয়নের সিমান্ত এলাকায় পাহাড়সহ আশেপাশের গাছ পালা ধ্বংস করে ড্রেজার দিয়ে বালি উত্তোলন করে মৎস্য প্রজেক্ট তৈরি করার অভিযোগ রেঞ্জ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রশাসন দেখলেও কালো চশমা পড়ে চলে যায়।

অত্র এলাকায় এলাকাবাসীর উদ্যোগে একটি ফুটবল খেলার মাঠ তৈরি করা হয়েছে। এই মাঠে দৈনিক এলাকার শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এলাকার লোকজন খেলায় নিয়োজিত থাকে।উপরের বর্ণিত সময়ে শিশু আলম ফুটবল খেলার সময় বালি উত্তলনের গর্তে পড়ে যায়।

এসময় তাকে উদ্ধার করতে সহপাঠীদের চিৎকার শুনে আশপাশের মানুষ এগিয়ে এসে শিশু আলমকে উদ্ধার করে ঈদগাঁও মডেল এন্ড ডায়াবেটিস কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, আমাদের শিশু আলম ফুটবল খেলার সময় জসিম মেম্বারের ড্রেজার দিয়ে বালি উত্তোলনের গর্তে পড়ে মৃত্যু হয়েছে। বালি উত্তোলনে জড়িত কারো বিরুদ্ধে অভিযোগ করলে এলাকায় থাকতে পারব না তাই অভিযোগ দেওয়া সম্ভব হয়নি।

অভিযোগের ব্যাপারে জানতে অভিযুক্তদের মধ্যে জসিম মেম্বারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি শিশুর মৃত্যুর বিষয় অস্বীকার করে দৈনিক কক্সবাজার সংবাদকে বলেন,মৃত্যুর বিষয়ে অবগত নন।কক্সবাজার পরিবেশ অধিদপ্তর থেকে মৎস্য প্রজেক্ট তৈরি করার অনুমতি নিয়ে ড্রেজার দিয়ে বালি উত্তলন করছি।

বিষয়টি জানতে চাইলে রাজঘাট বিট কর্মকর্তা আলা উদ্দিন দৈনিক কক্সবাজার সংবাদকে জানান, অভিযুক্তদের দাবী তাদের দলিলের জমি।আমাদের মতে আমাদের জমি হতে পারে মনে করে কাজ বন্ধ করা হয়েছে।

বিষয়টি জানতে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শিশুর মৃত্যুর বিষয়ে অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে ঈদগাঁও থানার অফিসার ইনর্চাজ ওসি মোঃ গোলাম কবির দৈনিক কক্সবাজার সংবাদকে বলেন,শিশু মৃত্যুর ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি । লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাহাড়ী এলাকায় ড্রেজার দিয়ে বালি উত্তলনের বিষয় জানতে ক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জে কর্মরত সহকারী বন রক্ষক শীতল পালের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দৈনিক কক্সবাজার সংবাদ কে বলেন,মৎস্য প্রজেক্ট তৈরি করার অভিযোগ পাওয়া গেছে বিষয় টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি জানতে ঈদগাঁও উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া,কক্সবাজার জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফরিদ আহমেদ এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ শাহীন ইমরানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিষয়টি তদন্ত-পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ঈদগাঁও উপজেলার সর্বস্তরের জনসাধারণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *