বাগেরহাটের কচুয়ায় নবাগত ইউএনও রাখী ব্যানার্জী যোগদান

এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট :বাগেরহাটেরকচুয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী যোগদান করেছেন। রোববার (২৪ সেপ্টেম্বর) তিনি কচুয়ায় নিজ কার্যালয়ে যোগদান করেন। এসময়ে উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো.জাকির হোসেন তাকে ফুল দিয়ে বরণ করেন।

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসাবে কর্মরত ছিলেন তিনি। রাখী ব্যানার্জী ৩৮তম ও ৪তম নারী কচুয়া উপজেলা নির্বাহী অফিসার। তিনি ৩৫তম ব্যাচের বিসিএস অফিসার।

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন চাপাইনবাবগঞ্জ সদরের উপজেলা নির্বাহী অফিসার হিসাবে বদলী হলে বেশ কিছুদিন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) মো.জাকির হোসেন।

নবাগত কচুয়া উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী বলেন, আমি কচুয়ার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই, এজন্য সকলের সহযোগীতা কামনা করেন তিনি ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *