দৈনিক চৌকস পত্রিকার ৩২বছরে পদার্পণ-বিশিষ্ট ব্যবসায়ী রোমান ভুঁইয়া’র অভিনন্দন

বিশেষ প্রতিনিধিঃ ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক চৌকস পত্রিকার ৩২ বছরে পদার্পণ করায় এই পত্রিকার সাফল্য কামনা করেছেন ঢাকা জেলার ৬বার শ্রেষ্ট করদাতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া।
গত বছর ২২ সেপ্টম্বর ঢাকার আশুলিয়ার কাঠগড়া পশ্চিম পাড়া দৈনিক চৌকস পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ কলিম এর নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা বার্ষিকীতে দুই পর্বের বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কিন্তু এ বছর দৈনিক চৌকস পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী হয়তো তেমন জাঁকজমক ভাবে পালন করা সম্ভব হবে না। দৈনিক চৌকস পত্রিকার অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সফল সভাপতি ফারুক হাসান তুহিন, অনুষ্ঠান স ালনা করেন, এশিয়ান টিভি’র স্টাফ রিপোর্টার ও আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান (লিটন), সভাপতিত্ব করবেন এস. এম নজরুল ইসলাম, প্রকাশক-সম্পাদক দৈনিক চৌকস ও চেয়ারম্যান আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনাব মোঃ ফারুক হাসান তুহিন, প্রতিষ্ঠাতা সভাপতি আশুলিয়া থানা আওয়ামীলীগ। তিনি বলেন, সাংবাদিক জাতির বিবেক, তাই সকল সাংবাদিককে বস্তুনিষ্ঠা সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারকে সহযোগিতা করতে এগিয়ে আসতে হবে, পাশাপাশি দেশের উন্নয়নমূলক কাজের সংবাদ প্রকাশ করতে হবে। তিনি আরও বলেন, দৈনিক চৌকস পত্রিকার সাংবাদিকসহ আশুলিয়ায় প্রকৃত সাংবাদিকদের পাশে আশুলিয়া থানা আওয়ামীলীগ সবসময় আছে, আগামীতেও থাকবো, যেকোনো সংবাদ সংগ্রহ করতে গিয়ে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তিনি অনুষ্ঠানের আয়োজক দৈনিক চৌকস পত্রিকার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ঢাকা জেলার আশুলিয়ার কাঠগড়ার মতো জায়গায় দৈনিক চৌকস পত্রিকার জাঁকজমক অনুষ্ঠান করার জন্য প্রশংসা করেন। এই দৈনিক চৌকস পত্রিকাটি মান সম্মোত, বিনোদন ও সাংস্কৃতিক ইত্যাদি প্রায় সব ধরণের সংবাদ প্রকাশ হয়, সেইজন্য এই পত্রিকার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন আওয়ামী লীগের এই ত্যাগী নেতা ফারুক হাসান তুহিন।
ঢাকা জেলার পর পর ৬বার শ্রেষ্ট করদাতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া বলেন, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক চৌকস পত্রিকা’র ৩২ বছরে পদার্পণ করায় প্রতিষ্ঠানটির উত্তর উত্তর সাফল্য কামনা করছি। সেই সাথে দৈনিক চৌকস পত্রিকার প্রকাশক/সম্পাদক এস. এম নজরুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক কলিম উদ্দিন, বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ)সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি, সেই সাথে দৈনিক চৌকস পত্রিকার সাফল্য কামনা করছি। তিনি আরো বলেন, যেকোনো ব্যবসা বা কর্ম ছোট নয় আর সংবাদপত্র জাতির দর্পণ, সাংবাদিক মানে দেশ ও জাতির বিবেক, আমি সাংবাদিকদেরকে সম্মান করি কারণ, তারা জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন। তিনি আরো বলেন, এই প্রতিষ্ঠানের সবার প্রতি দোয়া ও শুভকামনা রইলো।
এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি, দৈনিক চৌকস পত্রিকার বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ), মোঃ মেহেদী হাসান মিঠু দৈনিক যুগান্তর প্রতিনিধি ও কহিরুল ইসলাম খাইরুল স্টাফ রিপোর্টার দৈনিক চৌকস ও সাধারণ সম্পাদক আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব, এছাড়াও বিভিন্ন টেলিভিশনের প্রতিনিধি, প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিসহ ঢাকা জেলা, সাভার উপজেলা, আশুলিয়া থানা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,মোঃ কলিম উদ্দিন প্রামানিক, ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক চৌকস ও অর্থ সচিব, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা, সহ-সভাপতি আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *