সাতক্ষীরায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলার শুভ উদ্বোধন

মোঃ আজিজুল ইসলাম(ইমরান)
সাতক্ষীরায় ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর)সকালে জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গুড় পুকুরের মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মানিক সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে মাস ব্যাপি গুড় পুকুর মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান।

অনুষ্ঠিত গুড় পুকুর মেলার উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাজিম উদ্দীন, প্যানেল মেয়র-২ শেখ আনোয়ার হোসেন মিলন, পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, পৌর নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ মারুফ আহম্মেদ, আইনুল ইসলাম নান্টা, মহিলা কাউন্সিলর নুর জাহান বেগম নুরী, অনিমা রাণী মন্ডল, পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান,জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব নাজমুল হক রনি, আওয়ামী লীগ নেতা আবু আব্দুল্লাহ ছাক্কার সহ আরো অনেকে।

উল্লেখ্য,তিনশ বছর আগে শুরু হওয়া ভাদ্র মাসের শেষ দিনের এই পূজা ও মেলা বসে সাতক্ষীরা শহরের পলাশপোলে গুড় পুকুর পাড়ে প্রাচীন বটবৃক্ষের নিচে।

এবারের মেলায় পার্কের পুরো জায়গা জুড়ে বসেছে মনোহারি পণ্য, লৌহজাত দ্রব্য, বাঁশ ও বেতের পণ্যের দোকানসহ বিভিন্ন নার্সারি। এছাড়া শিল্পকলা একাডেমির সামনে বসেছে নাগরদোলা ও রেলগাড়ি।
তবে এবারের আয়োজনে সকল ধরনের জুয়া, হাউজি, লটারি, র‌্যাফেল ড্র, লাকি কুপন, ফড়, চরকি, অশ্লীল নৃত্য নিষিদ্ধ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মেলা চলাকালীন সার্কাস প্যান্ডেলে এবং সাতক্ষীরার রকসি সিনেমা হলে বোমা হামলায় তিনজন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছিলেন। সেই ঘটনার পরে বন্ধ হয়ে যায় গুড়পুকুরের মেলা। দীর্ঘ কয়েক বছর পর রেওয়াজ অনুযায়ী মেলাটি আবার চালু হয়। এর পরে করোনা পরিস্তিতির কারণে সেটি আরও দুই বছর বন্ধ রাখা হয়েছিল।

সাতক্ষীরা গুড় পুকুরের মেলা ২০ দিনের জন্য অনুমতি দিয়েছে প্রশাসন। প্রতি বছর ভাদ্র মাসের শেষ দিনে এই মেলা বসে। মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে বসেছে। গ্রামীন লোকজ ঐতিহ্যের পশরা সাজিয়ে চলে বেচাকেনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *