December 22, 2024, 5:57 am
এস এম সাইফুল ইসলাম কবির :জনপ্রিয় সংবাদ মাধ্যম বাগেরহাট টোয়েন্টি ফোর ডট কম নিউজ পোর্টালের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে একটি র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবে এসে শেষ হয়।
পরে কচুয়া প্রেসক্লাবের মীর সাখাওয়াত আলী দারু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট টোয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক ও প্রকাশক এবং কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন।
কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী ছাইদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলার আওয়ামীলীগের সভাপতি মো.সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক শিকদার আবু বক্কর সিদ্দিক, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার প্রনব কুমার বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, বিআরডিবি অফিসার মো.বজলুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম নাজমুল হাসান, ওসি তদন্ত প্রভাস কুমার মল্লিক, তথ্য আপা বিজয়া লোপা ।
আলোচনা সভা শেষে কেক কেটে বাগেরহাট২৪ডট কমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত করা হয়।
সভায় বাক্তারা , বাগেরহাট জেলার সবচেয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যম বাগেরহাট টুয়েন্টি ফোর ৭ম বছরে পা রেখেছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এ অনলাইন পত্রিকাটি ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এরা শুধু সংবাদই প্রকাশ করেনা, মানুষের কল্যাণেও কাজ করে। এর সাফল্য অব্যাহত রাখবেন বলেও আশা প্রকাশ করেন।
(এস এম সাইফুল ইসলাম কবির)
বাগেরহাট জেলা প্রতিনিধি