December 26, 2024, 12:05 pm
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃহস্পতিবার দূপুরে পীরগঞ্জ কলেজ হাট দূর্গা মন্দির প্রাঙ্গন হতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র্যালি বের করে পীরগঞ্জ পূজা কমিটির আয়োজনে।শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে।
শোভাযাত্রায় উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক প্রফুল্ল কুমার শীল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ রায়,সহ সভাপতি সাংবাদিক বিষ্ণুপদ রায় সহ উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ভক্ত বৃন্দ অংশ নেয়।
শোভাযাত্রা শেষে পূজা আর্চনা, কীর্তন, প্রদাস বিতরন সহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।