December 21, 2024, 4:57 pm
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ নীলফামারী জেলার ডোমার উপজেলায় ২০ সেপ্টেম্বর রোজ বুধবার উপজেলা পরিষদ হল রুমে সকাল ১১ ঘটিকায় ২০২২-২৩ অর্থ বছরের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আওতাধীন গ্রামীণ অবকাঠামো জনপদের রাস্তাগুলোর রক্ষণাবেক্ষণ ও সংস্কারের লক্ষ্যে – টিআর প্রকল্প ১০৬টি , কাবিটা ২৬টি, কাবিখা ১৪ টি নগত অর্থের চেক বিতরণ করা হয়।
উক্ত আনুষ্ঠানিক আলোচনা সভায় নির্বাহী অফিসার নাজমুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার ডিমলার উন্নয়নের রুপকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার মাননীয় সংসদ সদস্য নীলফামারী-১,
এতে আরও উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ডোমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তারই ধারাবাহিকতায় আজ ডোমার ডিমলার উন্নয়ন দিন দিন তরান্বিত হচ্ছে এমনকি তৃণমূলের গ্রামীণ অবকাঠামো রাস্তাগুলোরও উন্নয়ন হচ্ছে।
পরিশেষে তিনি আরও বলেন দেশ কে আরও উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করতে হলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী করতে হবে।