বাগেরহাটে দুদকের গনশুনানি২০ দপ্তরের বিরুদ্ধে ৭১ অভিযোগ

এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট : বাগেরহাটে সেবা প্রার্থীদের দেওয়া বিভিন্ন অভিযোগের ওপর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে বুধবার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই শুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদকের সচিব মো. মাহবুব হোসেন।

শুনানিতে ২০টি দপ্তরের বিরুদ্ধে মোট ৭১টি অভিযোগ দেন সেবা প্রার্থীরা। এর মধ্যে অধিকাংশ অভিযোগ তাৎক্ষনিকভাবে সমাধান করা হয়। কয়েকটি অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন দুদক সচিব মাহবুব হোসেন। জনসাধারণের আনা অভিযোগ সমাধান জয়েছে কিনা তা ৭ থেকে ১০ দিনের মধ্যে দুদকে জানাতেও নির্দেশনা দেওয়া হয়। তবে এদিন কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি দুদক। দুদক সচিব মাহবুব হোসেন বলেন, দুর্নীতি প্রতিরোধে সাধারণ মানুষদের সচেতন হওয়া জরুরি। দুর্নীতি প্রতিরোধের আকাঙ্খা প্রত্যেক নাগরিককে মনেপ্রাণে ধারণ করতে হবে। শুধু আইন দিয়ে দুর্নীতি কমানো সম্ভব না। কমিশনের কাজ হচ্ছে দুর্নীতি দমন ও প্রতিরোধ করা। বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেনের সঞ্চালনায় গণশুনানিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, খুলনা বিভাগীয় পরিচালক মো. মঞ্জুর মোরশেদ, বাগেরহাটের উপ-পরিচালক মো. শাহরিয়ার জামিল, পুলিশ সুপার কেএম আরিফুল হক, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) বাগেরহাটের সভাপতি অ্যাডভোকেট কাজী জাহাঙ্গীর হোসেনসহ দুদকের কর্মকর্তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *