December 21, 2024, 4:26 pm
এম এ আলিম রিপন ঃ স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে পাবনার সুজানগরে র্যালি,আলোচনা সভা ও উন্নয়নমেলাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ টায় বের হওয়া বর্ণাঢ্য র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থানীয় সরকার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন ও থানার ওসি জালাল উদ্দিন। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম,উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান,তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ,সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম শফি, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবী, আ.লীগ নেতা সাইদুর রহমান সাইদ,দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আমিরুল ইসলাম,যুগ্ন আহ্বায়ক রুহুল সরদারসহ স্থানীয় বিভিন্ন বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা) প্রতিনিধি ।