বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে পাইকগাছার লতায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

সমান তালে চলছে বৈঠা, সঙ্গে মাঝি-মাল্লাদের হই-হুল্লোড়ের ছন্দ সাথে জলের ছলাৎ ছলাৎ শব্দ। নদীর দুই পাড় জুড়ে ট্রলার ও ডিঙ্গি নৌকায় হাজারো দর্শক। দুই পাড়ে ভিড় করে আছেন শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ। এ যেন নদীর বুকে আনন্দের ঢেউ খেলা।
নদীমাতৃক আবহমান বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে উপজেলার লতা ইউনিয়নে এমনই এক নৌকা বাইচের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বিকেলে পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের উলুবুনিয়া নদীতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে , নৌকা বাইচ প্রতিযোগিতায় ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে আগত ৬ টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিটি নৌকায় ৮ জন মাঝি বৈঠা হাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় জাহান্নাতু মুক্তা প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থান অধিকার করেন জয়মা নৌকা শামুকপোতা, তৃতীয় স্থান জাহান্নাতু মুক্তা- ২।

নৌকা বাইচ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড সদস্য বাবু কুমারেশ মন্ডল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নব-নির্বাচিত সভাপতি আব্দুল মান্নান সানা, ১নং হরিঢালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পলাশ বাছাড়, সহ সভাপতি তপন কুমার রায়, প্রচার সম্পাদক জয় খান, ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন শেখ, ৭ নং ওয়ার্ড সভাপতি দিবাশিষ বাছাড়, ২নং কপিলমুনি ইউনিয়ন যুবলীগ নেতা ফারুক হোসেন, ইউনিয়ন যুবলীগ নেতা হিরামন মন্ডল হীরা, মৃগাঙ্ক বিশ্বাস প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *