ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহ  রেঞ্জের শ্রেষ্ঠত্বের পদক পেলেন ময়মনসিংহ  জেলা পুলিশের আওতাধীন কোতোয়ালি মডেল থানা পুলিশ। 
 ময়মনসিংহ  রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সোমবার সাড়ে দশটার সময় মাসিক অপরাধ পর্যালোচনা সভায়
জুলাই মাসের অভিন্ন মানদণ্ডে ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা। এর আগেও জানুয়ারী/২০২৩ মাসে অভিন্ন মানদন্ডে ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ থানা হিসেবে “ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা” ও শাহ কামাল আকন্দ  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলো। সোমবার কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ-কামাল আকন্দের হতে পুরুস্কার তুলে দেন  রেঞ্জ ডিআইজি  দেবদাস ভট্টাচার্য।   রেঞ্জের শ্রেষ্ঠ থানার অফিসার ইনচার্জ হিসাবে থানার অফিসারদের পক্ষে রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য এর হাত থেকে শ্রেষ্ঠত্বের পদক বুঝে নেন ওসি শাহ কামাল আকন্দ।
অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম (বার) সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, অপরাধ নিয়ন্ত্রণ রাখতে পুলিশ সুপারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়াও, প্রতিক্রিয়াশীল চক্রের কার্যকলাপ সম্পর্কে সজাগ থাকা এবং অসাম্প্রদায়িকতার চেতনা ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহব্বান জানান।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় ময়মনসিংহ জেলা পুলিশের আওতাধীন কোতোয়ালি মডেল থানা পুলিশকে রেঞ্জের শ্রেষ্ঠ থানা ঘোষণা দেন।
অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ,অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশনস্) , পিপিএম ,পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেন- আমি থানায় আসার পর মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন দমনে কাজ করার চেষ্টা করেছি। থানায় কর্মরত অফিসারগণের পরিশ্রমের ফসল এই পদক। কাজের স্বীকৃতি স্বরুপ আমার থানাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
কোতোয়ালি মডেল থানা এলাকার অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করে এ কর্মকর্তা আগামী দিনগুলোতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান বলে উল্লেখ করেন তিনি।
সাধারণ মানুষের জন্য কোতোয়ালি মডেল থানা সবসময় উন্মুক্ত উল্লেখ করে তিনি বলেন, আমি চেষ্টা করে যাচ্ছি সবসময় মানুষকে সেবা দিয়ে যেতে।

Leave a Reply