December 30, 2024, 2:43 pm
আনোয়ার হোসেন,
স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি//
স্বরূপকাঠির সেহাংগলে ঝুলন্ত অবস্থা থেকে অজ্ঞাত পরিচয়ে এক কিশোরের (১৫/১৬ বছর) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অদ্য রোববার বিকেলে রুস্তুম তালুকদারের কলা বাগানের মধ্যে থাকা রেন্ট্রি গাছে গলায় তোয়ালে দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই মরদেহ পাওয়া যায়। কিশোরের গায়ের রং শ্যামলা-কালো, পড়নে কালো জিন্সের প্যান্ট ও হালকা আকাশী রংয়ের হাফ হাতার গ্যাঞ্জি, প্যান্টের পকেটে একটি টেনিস বল পাওয়া গেছে। উক্ত মরদেহটি উদ্ধার করে বর্তমানে নেছারাবাদ থানায় রাখা হয়েছে। নেছারাবাদ থানার এস আই মোঃ আলমগীর হোসেন জানান, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরিচয় জানার জন্য পুলিশের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হচ্ছে।
সমেদয়কাঠি ইউপি চেয়ারম্যান মো: হুমাউন তালুকদার জানান, “রোববার দুপুরে ওই স্থানের মালিকের ছেলে বাগানের মধ্য কলা কাটতে যায়। এসময় লাশটি দেখে ডাকচিৎকার সহ পরিবারকে জানায়। স্থানীয় অন্যান্যেরা সহ তারা বিষয়টি আমাকে জানান। আমি চৌকিদারকে বিষয়টি জানিয়ে থানায় জানাতে বলি। পুলিশ এসে লাশ থানায় নিয়ে গেছে। তিনি বলেন, ওই লাশটি আমাদের এলাকার নয়। কেউ এসে শনাক্ত করেনি”।
নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ মো: জাফর আহমেদ জানান, “আমি বরিশালে আছি। ম্যাসেজ পেয়েছি। শুনেছি একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি পাওয়া গেছে। লাশের এখনো কোন পরিচয় পাওয়া যায়নি”। ##