গৌরনদীতে রায়হান হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ ইয়াবা সহ গ্রেফতার

বি এম মনির হোসেনঃ-

বরিশাল জেলার গৌরনদী উপজেলার পূর্ব লাখেরাজ কসবার সালেক হাওলাদারের পুত্র রায়হান হাওলাদার(৩৩) কে ১০৫ পিছ, ইয়াবা সহ গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন সাংবাদিক দের জানান ১৬ সেপ্টেম্বর শনিবার রাতে এস আই মুজিবুর রহমান, এএস আই আসাদুল ইসলাম,এ এস আই আমিনুল ইসলাম,এ এস আই হুমায়ুন, এ এস আই ইমরান অভিযান চালিয়ে উপজেলার পূর্ব লাখেরাজ কসবার সালেক হাওলাদারের পুত্র রায়হান হাওলাদার(৩৩)কে টরকি চর ইসহাক ঘরামীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ১০৫ পিছ ইয়াবা সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে ১৭ সেপ্টেম্বর রোববার এস আই মুজিবুর রহমান বাদী হয়ে মাদকদ্রাব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বরিশাল আদালতে প্রেরণ করেন। এএস আই আসাদুল ইসলাম সাংবাদিক বি এম মনির হোসেনকে জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রায়হান হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ী মাদক নিয়ে টরকি চর এলাকায় অবস্থানকরছে আমারা গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন স্যারের দিক নিদর্শনায় টরকি চর এলাকায় গিয়ে একজন লোক দেখতে পাই তাকে তার নাম জিজ্ঞাসা করি জিজ্ঞাসার সাথে সাথে দৌড়ে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে আমরাও সবাই দৌড়ে তাকে ধরে ফেলি তখন তার নাম ঠিকানা জানতেপারি রায়হান হাওলাদার (৩৩) পিতা-সালেক হাওলাদার সাং পূর্ব লাখেরাজ কসবা থানা-গৌরনদী তার লুংগি র কোছর থেকে একটা পলিথিনে পেচানো ১০৫ পিছ ইয়াবা পাই এবং জিজ্ঞাসা বাদে জানায় সে এক জন মাদক ব্যবসায়ি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *