December 22, 2024, 6:28 am
বি এম মনির হোসেনঃ-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নে জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলা শ্রমিক লীগের বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ি উপজেলার পাঁচটি ইউনিয়নে অনুষ্ঠেয় জাতীয় শ্রমিক লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। রত্নপুর ইউনিয়ন শ্রমিক লীগের আয়োজনে ১৬ সেপ্টেম্বর
শনিবার বিকেলে মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উদ্বোধক উপজেলা শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ছরোয়ার দাড়িয়া। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে সাংগঠনিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সবুজ আকন, রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর আশ্রাফ আলী,উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদসহ ইউনিয়ন় শ্রমিক লীগের নেতৃবৃন্দ। সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।সম্মেলনে ইউনিয়ন শ্রমিক লীগের বিভিন্ন পদ প্রত্যাশী নেতা-কর্মীরা তাদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত প্রদান করেন।