December 21, 2024, 5:11 pm
রফিকুল ইসলাম ঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী থানা ধিন চরমোন্তাজ পুলিশ ফারির ইনচার্জ সজল কান্তি দাস কে বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টার সময় উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন পুলিশ ফারির মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম মজুমদার,
রাঙ্গাবালী থানার তদন্ত মোঃ আব্দুস সালাম, চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান, ইউনিয়নের সমাজ সেবক মোঃ আজাদ খান সাথী। বরিশাল রেঞ্জের পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার চরমোন্তাজ পুলিশ ফারির ইনচার্জ থেকে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম রেঞ্জে বদলি হয়েছেন সজল কান্তি দাস। পুলিশ ফারির ইনচার্জ দায়িত্ব পালনকালীন সময়ে বিদায়ীর বিভিন্ন কাজের প্রশংসা করেন বক্তারা। তার পেশাগত জীবনে আরও সমৃদ্ধি কামনা করে থানার পক্ষ থেকে তাদের বিভিন্ন উপাসামগ্রী প্রদান করা হয়। এসময় পুলিশ সদস্য ছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।