December 21, 2024, 4:12 pm
রফিকুল ইসলাম ঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বেকারত্ব দূর করার লক্ষ্যে এনজিও কোডেক কতৃক ৩০ দিন সেলাই প্রশিক্ষণের শেশে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ । সকাল ১১ টার সময় উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের পোলঘাট কোডেক অফিসের আয়োজন কোডেক কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার এর অর্থায়নে ২৫জন উপকার ভোগীদের মাঝে সেলাই মেশিন সহ নগদ অর্থ ও বাসার টুল বিতরণ করা হয়েছে। এতে ফোকাল পার্সন কোডেক- প্রাপারিটি প্রকল্পের মোঃ আতিকুর রহমান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে সপ্নের ঠিকানা এর টিম লিডার ও বাহেরচর এবং রাঙ্গাবলি ক্রেডিট প্রোগ্রামের সকল ম্যানেজার বৃন্দ উপস্থিত ছিলেন ।