রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে মোংলায় লাইবেরিয়ান জাহাজ

এস.এম. সাইফুল ইসলাম কবির:পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে লাইবেরিয়ান জাহাজ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জাহাজটি মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে। এর আগে গত ১৬ জুলাই রাশিয়ার পিটার্সবার্গ বন্দর থেকে বাণিজ্যিক জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোট শিপিংয়ের ম্যানেজার অসিম সাহা জানান, জাহাজটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৯৩৪ প্যাকেজের ৩ হাজার ২৪৩ মেট্রিক টন মেশিনারিজ পণ্য রয়েছে। আজ শুক্রবার দুপুরে জাহাজটিতে মোংলা বন্দরে ভিড়েছে। দ্রুত সময়ের মধ্যে জাহাজ থেকে মালামাল খালাস শুরু হবে। এরপর সেখান থেকে সড়কপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।প্রসঙ্গত, গত ২৬ জুলাই এমভি ইসানিয়া নামক একটি জাহাজে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ হাজার ২৭০ মেট্রিক টন মেশিনারিজ পণ্য মোংলা বন্দরে খালাস করা হয়। ## ** ছবি সংযুক্ত আছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *