মোঃ তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,
কুমিল্লা আদর্শ উপজেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী রিহান কে গত ১০ ই সেপ্টেম্বর ২০২৩ ই দুপুরে প্রতিবেশী আত্মীয় ইমরান অপহরণ করে নরসিংদীর রায়পুর থানার খাইল্লারচর এলাকায় মেঘনা নদীর পাড় নিয়ে মুক্তি পন না দেওয়ায় কুপিয়ে জখম করে নদীতে ফেলে দেয়।
ঐ এলাকায় জেলেরা রিহানকে মেঘনা নদীতে জীবিত অবস্থায় পেয়ে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। ওখানে সাধারণ মানুষ অজ্ঞাত লাশের সন্ধান শুনে তাদের সোস্যাল মিডিয়া ফেইজবুকে ছড়িয়ে দেন।
এতে কুমিল্লার রিহানের স্বজনরা ও কুমিল্লা প্রশাসন জানতে পারে অজ্ঞাত লাশের খবর।
পরবর্তী রিহানের স্বজনরা লাশ দেখতে গিয়ে শনাক্ত করতে সক্ষম হয় রিহানের বাবা শাহজাহান।
তারই দ্বারা বাহিকতায় রিহানের বাবা বাদী হয়ে ঐ এলাকায় রায়পুর থানায় তিনজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
এদিকে কুমিল্লা রেব মাঠে নেমে পরেন মামলার আসামি ইমরান,২) মোস্তফা, ৩) রুবেলকে ধরতে।
রেব কুমিল্লা ১১, গত ১৪ ই সেপ্টেম্বর কুমিল্লা র সদর উপজেলা জগন্নাথপুর গ্রাম থেকে তিন আসামি কে আটক করে গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে রেব ১১ সিপিসি ২, কুমিল্লা অফিসে প্রেস কনফারেন্স করে সাংবাদিক দের কাছে মুল ঘটনা তুলে ধরেন রেব ১১ এর স্কোয়াড্রন লীডার উপ পরিচালক একে এম মুনিরুল আলম,এসময় উপস্থিত ছিলেন রেব কর্মকর্তা সৈয়দ সহ অন্যান্যরা।
Leave a Reply