পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছা থানা পুলিশ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। থানায় মাদক মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মফিজুর রহমান জানান, বুধবার রাত ৮ টায় উপজেলার বাঁকা বাজারে মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে অশাশুনি থানার বড়দলের হাকিম বিশ্বাসের ছেলে ইব্রাহীম বিশ্বাস (৫০) কে আটক করা হয়। তার নিকট থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তির নামে থানায় মাদক মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা
Leave a Reply