December 21, 2024, 2:48 pm
ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের সদর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ও করোনা পরিস্থিতির কারণে ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।
সেলক্ষে নিয়মিত উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে খোজ নিয়ে দেখছেন বিদ্যালয়গুলোর কোন ধরণের সমস্যা বেশী রয়েছে আর শিক্ষার্থীদের অনুপস্থিতি রোধ করতে দেখছেন হাজিরা খাতা। স্কুলে শি ক্ষার্থীর হাজিরা থেকে বের করেন কোন শিক্ষার্থী কতদিন অনুপস্থিত এবং এর কারণ খোজে বের করে যাচ্ছেন বাড়ীতে,কথা বলছেন অভিভাবকের সাথে। দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং প্রশ্নোত্তর, কুইজ, সাধারণ জ্ঞান, ক্লাসের অংক, ইংরেজিসহ বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক পারফরম্যান্সের জন্য ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করেছেন।
এদিকে গত করোনাকালে স্কুলে যাওয়া বন্ধ করা প্রাথমিকের অনেক শিক্ষার্থী এখনো ক্লাসে ফেরেনি। এখনো অনুপস্থিত ২৫ শতাংশ শিক্ষার্থী। ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে নানা পদক্ষেপ নিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার। কিভাবে এসব শিক্ষার্থীদের স্কুলে ফেরানো যায় এনিয়ে উপজেলা শিক্ষা অফিসার এর সাথে করছেন মতবিনিময়।
দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের লেখাপড়ায় সকল প্রকার সহযোগীতা,বিদ্যালয়ে নিয়মিত আসতে উৎসাহিত করতে খেলাধলা,সংস্কৃতিসহ বিভিন্ন প্রকার বিনোদনের ব্যবস্থা করে হলেও প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী বাড়াতে নানামুখী পদক্ষেপ নিয়েছে উপজেলা নির্বাহী অফিসার। এলাকার ছেলে মেয়েদের স্কুলে আনতে বাড়ি বাড়ি যাওয়া, বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি, বিনামূল্যে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই সহ তাদের নানা উপহার দেওয়ার পরিকল্পনা করছেন তিনি। এতে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে আগ্রহী হবেন অভিভাবকরা। আর শিক্ষকরা জানালেন, ইউএনও’র এমন পরিকল্পনায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা সম্ভব হবে। নতুন পরিবেশে বিদ্যালয়ে উপস্থিত হয়ে উৎফুল হবে শিক্ষার্থীরা।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান-দায়িত্ববোধ থেকেই ঝরে পড়া শিক্ষার্থী কমানোর উদ্যোগ নিয়েছেন তিনি। ঝরে যাওয়া শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনার জন্য উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে বলে জানিয়ে তিনি এব্যাপারে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা প্রত্যাশা করেন।