ঝিনাইদহে এনজিও কর্মীর ব্যাগ ছিনতাই

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া এলাকা থেকে স্বপ্না খাতুন নামে এক এনজিও কর্মীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৯ টার দিকে কালীগঞ্জ–নলডাঙ্গা সড়কের মিজানুর রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের সময় ওই এনজিও কর্মী রাস্তার উপর পড়ে আহত হন।এনজিও কর্মী স্বপ্না খাতুন সৃজনী বাংলাদেশের ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত।তিনি জানান, সকালে অফিস থেকে ভ্যানে করে পাইকপাড়া এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে পাইকপাড়া এলাকার মিজানুর রহমানের বাড়ির সামনে গেলে মোটরসাইকেলে থাকা দুইজন ব্যাগ ধরে টান দেয়। এ সময় রাস্তার উপর পড়ে যান তিনি। পরে ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা। ব্যাগের মধ্যে ১৪ হাজার টাকা ছিল।কালীগঞ্জ থানার এসআই হুমায়ুন কবির জানান, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারী শনাক্তের চেষ্টা চলছে।

ঝিনাইদহ
আতিকুর রহমান

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *