December 21, 2024, 2:36 pm
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় বাকাল ইউনিয়নে জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাকাল ইউনিয়ন শ্রমিক লীগের আয়োজনে ১৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে পয়সারহাট পূর্বপাড় বাস্ট্যাান্ডে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার। বাকাল ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাসের সভাপতিত্বে সম্মেলনে সাংগঠনিক বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নির্বাহী সদস্য ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম পাইক, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, বাকাল ইউনিয়ন শ্রমিকলীগ নেতা জামাল ফকির, সমীর পান্ডে, আসাদ খলিফা,
বাকাল ইউনিয়নে শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ সহিদ তালুকদার, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক প্রমুখ।সম্মেলনে ইউনিয়ন শ্রমিক লীগের নেতৃবৃন্দ ছাড়াও সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।সম্মেলনে ইউনিয়ন শ্রমিক লীগের বিভিন্ন পদ প্রত্যাশী নেতা-কর্মীদের কাছ থেকে তাদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত গ্রহন করা হয়।