সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ পাবনার সুজানগরে মোছাঃ লিজা খাতুন (১৯) নামে এক কলেজ ছাত্রী নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার দুলাই ইউনিয়নের বগাজানী গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে এবং স্থানীয় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের এইচ এসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। থানার ওসি জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল আটটার দিকে খবর পেয়ে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা) প্রতিনিধি।

Leave a Reply