December 21, 2024, 4:41 pm
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের দিক-নির্দেশনায় থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামানের নেতৃত্বে এস.আই(নিঃ) আকতার হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল করাকালে গোপন সংবাদের ভিত্তিতে বেলকা ইউনিয়নের বেলকা বাজারস্থ বর্তমান উপজেলা চেয়ারম্যানের অফিসের সামনের পাকা রাস্তার এলাকায় অভিযান চালায়। অভিযানে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কছিম বাজার গ্রামের হায়দার আলীর ছেলে ইয়াবা ব্যবসায়ী শিপন মিয়া(২৫), সাজু মিয়ার ছেলে আশিকুর রহমান আশিক(২৩) ও নূর হোসেনের ছেলে সাইদুল ইসলাম(২৪)কে গ্রেফতার করেন পুলিশ।
এসময় শিপনের নিকট হতে ৫০ পিচ, আশিকের নিকট হতে ১৫ পিচ এবং সাইদুরের নিকট হতে ৩৫ পিচ বিভিন্ন রংয়ের অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ। এনিয়ে আসামীদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানার ,এফআইআর নং-১৭, তারিখ- ১১ সেপ্টেম্বর, ২০২৩; জি আর নং-২৬০, তারিখ- ১১ সেপ্টেম্বর, ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজ্জু করা হয়েছে।
এব্যাপারে তদন্ত ওসি মিলন কুমার চ্যাটার্জীর সাথে কথা হলে, তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা রজ্জু পূর্বক আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।