December 22, 2024, 6:00 am
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের তালুক মদাতি গ্রামের বিকাশ রায়, গাজীপুর কোর্টে গত ৬ আগস্ট/২০২৩ইং এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহন করেন।
বিকাশ রায়, নামের এক যুবক হিন্দু ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে মো: ফারুক হোসেন। বিকাশ রায় লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের তালুক মদাতি গ্রামের লক্ষী কান্তের পুত্র। উল্লেখ্য, এরআগে সে গাজীপুর কোর্ট থেকে গত ৬ আগস্ট/২০২৩ এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দিয়ে ইসলাম ধর্ম গ্রহন করেন। যাহার এফিডেফিট রেজি: নং ৩৮
তিনি উল্লেখ করেছেন যে, আমার প্রচলিত সনাতন হিন্দু ধর্ম ও দেব-দেবীদের সম্পর্কে আমার মনে এই বিশ্বাস গভীর ভাবে সৃষ্টি হইয়াছে যে, এগুলো মানুষের সৃষ্টি কাল্পনিক মতবাদের উপর সৃজিত মাটির পুতুল মাত্র। আমি উক্ত হিন্দু ধর্ম মতবাদের উপর দীর্ঘকাল যাবৎ প্রতিষ্ঠিত থাকিয়া অহেতুক নিজের জীবনকে বিভ্রান্ত ও পাপ পংকিলতায় নিমজ্জিত করিয়াছি। পরম দয়াময় আল্লাহই একমাত্র স্রষ্টা এবং ইসলাম তাহার প্রকৃত ও পরম মনোনীত ধর্ম এবং হযরত মোহাম্মদ (সাঃ) তাহার সর্বশেষ্ট ও সর্বশেষ্ঠ প্রেরীত রাসুল। তাই আমি ইসলামের পবিত্র কালেমা “লা ইলাহা ইল্লালাহু মোহাম্মাদুর রাসুলুল্লাহ” পড়িয়া হিন্দু ধর্মকে পরিহার করিয়া পবিত্র ইসলাম ধর্ম গ্রহন করিলাম। তিনি আরো ঘোষণা করেন যে আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত হইয়া এফিডেফিট সম্পাদনের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করলাম।
হাসমত উল্লাহ ।