ফেলো অ্যাওয়ার্ড পেলেন কেন্দুয়ার শাহরিয়ার

মো: হুমায়ুন কবির( কেন্দুয়া) নেত্রকোনা প্রতিনিধি:
বাংলাদেশের তথ্য প্রযুক্তি নিয়ন্ত্রক সংস্থা “বাংলাদেশ কম্পিউটার সোসাইটি” এর সর্বোচ্চ সম্মাননা “ফেলো অ্যাওয়ার্ড” পেলেন নেত্রকোনা কেন্দুয়া উপজেলার মো: শাহরিয়ার হোসেন খান ফরহাদ।

শাহারিয়ার কেন্দুয়া উপজেলা মোজাফরপুর ইউনিয়নে হারুলিয়া গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান খান (সবুজ) এর ছেলে। তার বাবা
মরহুম বজলুর রহমান খান (সবুজ) অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপক ও নেত্রকোনা জেলার ৪ বার সিবিএ সভাপতি ছিলেন।

বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ২১তম মিটিংয়ে সংস্থার প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর মোঃ শরীফ উদ্দিন। রোববার (১০ সেপ্টেম্বর) শাহরিয়ার হোসেন খান ফরহাদকে এই সম্মাননা প্রদান করেন।
মো: শাহরিয়ার অত্র সংস্থার জয়েন্ট সেক্রেটারি এবং আর্থিক ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

মো: শাহরিয়ার শিক্ষা জীবনে কম্পিউটার সাইন্স, ব্যবসায় প্রশাসন এবং আইন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি প্রতিষ্ঠার পর ১৯৭৯ সালে বুয়েটের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মতিন পাটোয়ারী প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জাতীয় অধ্যাপক প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও দেশের অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গ সংস্থাটির দায়িত্ব পালন করেন।

মো: হুমায়ুন কবির নেত্রকোনা থেকে।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *