মহেশপুরে সড়ক দুর্ঘটনায় স’মিলের মিস্তি নিহত আহত ১

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
৯ সেপ্টেম্বর দুপুর ১২ ঘটিকার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর – জীবননগর মহা সড়কের গোয়ালহুদা নামক স্থানে ঢাকাগামী জে লাইন পরিবহনের ধাক্কায় স’মিলে কাঠ চিরায়ের কাজ করা মনা (৬০) নামের এক স’মিলার মিস্তি নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা পারভেজ (২৬) নামের স’মিলার মিস্তি আহত হয়েছে। তাহারা উপজেলার গোয়ালহুদা গ্রামের মহা সড়কের পাশে অবস্থিত মাসুদুর রহমান সুজোনের স’মিলে কাজ করতো। তাহাদের বাড়ি উপজেলার এস’বিকে ইউনিয়নের বজরাপুর গ্রামে। স্থানীয়রা জানান দুপুর ১২টার সময় হাফ টাইম কাজ শেষ করে খাবার খাওয়ার জন্য খালিশপুর বাজারে যাচ্ছিলো এমন সময় ঢাকাগামী জে লাইন পরিবহন পিছন থেকে তাদেরকে ধাক্কা মেরে ফেলে দেয়। এসময় স্থানীয়রা তাদেরকে দ্রত উদ্ধার করে পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারগন মনা মিস্তিকে মৃত বলে ঘোষণা করেন।এরিপোর্ট লেখা পর্যন্ত লাশ ঝিনাইদহ মর্গে ছিলো। তবে পারভেজের অবস্থা আশংকাজনক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *