লালমনিরহাটে পৃথক অভিযান চালিয়ে ফেন্সিডিল ও ইস্কাপসহ গ্রেফতার ৩

মো.হাসসত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাট থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে চালিয়ে ফেন্সিডিল ও ইস্কাপসহ ৩জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন সদর থানার পুলিশ। গত(৯ই সেপ্টেম্বর)২০২৩ইং পুলিশ সুপার এর দিক নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ওমর ফারুক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব স্বপন কুমার সরকার নের্তৃত্বে এসআই মোঃ মিজানুর রহমান,এসআই মোঃ মশিউর রহমান,এসআই মোঃ আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৃথক পৃথক অভিযান চালিয়ে সদর থানাধীন বিভিন্ন স্থান হতে (১০৪+৮৫+০৮)=১৯৭ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল/ইস্কাপসহ ০৩ জনকে গ্রেফতার করেন। পৌরসভাধীন সাকোয়া শাহীন মোড় এলাকা হইতে ০৮ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আসামী মোঃ শাকিল ইসলাম, পিতা- মোঃ আমিনুল ইসলাম, সাং- মঙ্গলের ডাঙ্গা, ইউপি- মদাতী, থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাটকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে লালমনিরহাট থানার মামলা নং-১১, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৩ (খ) রুজু করা হয়। ৩৫ বোতল ফেন্সিডিল এবং ৫০ বোতল ইস্কাপসহ আসামী মোঃ আনেছ আলী (৩৫), পিতা-মোঃ ছমসেল আলী, সাং-হরিণ চওড়া (মাঝের চর), থানা ও জেলা-লালমনিরহাটকে হাতে নাতে গ্রেফতার করেন। এ সংক্রান্তে লালমনিরহাট থানার মামলা নং-১২, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪ (গ) রুজু করা হয় এবং ১০৪ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ সবুজ ওরফে বিজয়কে হাতে নাতে গ্রেফতার করেন। এ সংক্রান্তে লালমনিরহাট থানার মামলা নং-১৩, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৩ (গ)/৪১ রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক বলেন, লালমনিরহাট সাকোয়া শাহীন মোড় সহ বিভিন্ন এলাকায় পুলিশ পৃথক পৃথক অভিযানে চালিয়ে ১৯৭ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও ইস্কাপসহ ৩জন কে গ্রেফতার করেন লালমনিরহাট সদর থানার পুলিশ।

হাসমত উল্লাহ ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *