নবীনগরের ভিটি বিশাড়ার কুয়েত প্রবাসী ওবায়েদ উল্ল্যাহ অবিদের নিজেস্ব অর্থে বাজে বিশাড়ার অচলরাস্তাকে সংস্কার করে সচল করে দিল

কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন,

ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের ভিটি বিশাড়া নয়াপাড়ার কফিল উদ্দিনের বাড়ি থেকে বাজে বিশাড়া হয়ে ডুবাচাইল সংযোগ সড়কের উন্নয়ন নেই দীর্ঘ ত্রিশ বছর,সরকার আসে সরকার যায় কিন্তু এই এলাকার বৃহত্তর জনগোষ্ঠীর যাতায়াতের একমাত্র রাস্তাটি মেরামত কিংবা পাকা করনের কথা সংসদ সদস্য বা স্থানীয় চেয়ারম্যান ভুলে যান।স্থানীয় বাসিন্দা দের অনুরোধে গত সপ্তাহে ভিটি বিশাড়ার নয়াপাড়ার বাসিন্দা কুয়েত প্রবাসী ওবায়েদ উল্ল্যাহ অবিদ তার নিজেস্ব অর্থায়নে বিকল রাস্তাটি লাখ টাকা খরচ করে বালি, ইট এনে খাদ খন্দ ভরাট করে সচল করে দেন।এতে বাজে বিশাড়া টু ভিটি বিশাড়া নয়াপাড়া কফিলউদ্দিনে বাড়ী পর্যন্ত সড়কটি এখন গাড়ি চলাচলের জন্য উপযোগী হয়েছে। এতে এলাকার ভুক্তভোগীর খুবই খুশি। এব্যাপারে ভিটি বিশাড়ার নয়াপাড়ার মাওঃআল আমিন,সমাজ সেবক শ্যামল জানান ওবায়েদ উল্ল্যাহ অবিদের অর্থায়নে দীর্ঘ দিনের বিকল রাস্তাটি সচল হওয়ায় আগের মতো গাড়ি চলচল করতেছে।তবে অবৈধ ট্রাক্টর বন্ধ না হলে আবারও বিকল হয়ে যাবে রাস্তা টি।সমাজে অবিদের মতো মন মানুষিকতা নিয়ে বিত্তশালীরা এগিয়ে আসলে সরকার উন্নয়ন মূলক কাজ না করলেও তাদের দ্বারা মানুষ উপকৃত হতো।আমরা অবিদের কাছে কৃতজ্ঞতা জানাই সাংবাদিকদের মাধ্যমে। তারা আরো বলেন রাস্তা টি এবার নতুন করে পাকা হওয়ার সম্ভাবনা রয়েছে, ভিটি বিশাড়ার কৃতিসন্তান সাবেক ডিসি, পিএম কার্যালয়ের ডিজি এডমিন খলিলুর রহমান ও সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল মহোদয়ের প্রচেষ্ঠায়। এই রাস্তা টি নবীনগর উপজেলার উত্তর এলাকার মাঝিয়ারা,পেরাকান্দি,রতনপুর,দামলা,গোলপুকুরিয়া,ভিটি বিশাড়া, শাহপুর সহ কয়েক গ্রামের মানুষ চলাচলের জন্য একমাত্র রাস্তা ছিল, রাস্তা টি নষ্ট থাকায় মানুষ বিকল্প রাস্তায় চলে এদিক দিয়ে আসেনা।বর্তমানে প্রবাসী অবিদ রাস্তা মেরামত করায় যানবাহন পুনরায় চলাচল শুরু করেছে।এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান ভিপি মারুফ জানান অতি দ্রুত কাজ ধরা হবে পাকা করনের জন্য। মানুষের দুঃখ কষ্ট আর থাকবে না। অবিদ তার নিজেস্ব অর্থায়নে মেরামত করায় তাকে ধন্যবাদ জানাই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *