January 10, 2025, 10:07 am
মোঃ আজিজুল ইসলাম(ইমরান):
সাতক্ষীরায় ৩১টি স্বর্ণের বারসহ ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি। ৬ সেপ্টেম্বর বুধবার সকালে সদর উপজেলার বৈকারী সীমান্তের সরদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ পাচারকারী আটককরা হয়
আটককৃতরা হলেন, বৈকারী গ্রামের বাবর আলীর পুত্র তুহিন (২০) এবং একই এলাকার জাহাঙ্গীর হোসেনের পুত্র সজিব হোসেন (২২)।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহ হলে আটককৃতদের মোটরসাইকেল তল্লাসী চালিয়ে বিশেষ কাদায় রাখা ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭ কেজি ৩৫৮ গ্রাম। যার মূল্য ৬, কোটি ৩০ লক্ষ ৮৬ ছিয়াশি হাজার ৪৭৮ টাকা।