আটোয়ারীতে ফ্রিজ হতে ফেনসিডিল উদ্ধার মামলা দায়ের

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক ব্যবসায়ীর ঘরের ফ্রিজ হতে ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে আটোয়ারী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা’র নেতৃত্বে এস আই রাশেদুজ্জামন রাশেদ, এসআই সম্রাট খাঁন, এসআই শাহীন আল মামুন, এসআই আব্দুর রশিদ সহ পুলিশের একটি দল উপজেলার সুখ্যাতি গ্রামে মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করেন।

এসময় মাদক কারবারী দক্ষিণ সুখ্যাতি গ্রামের মোঃ আনারুল হকের পুত্র মোঃ কাবুল হোসেনের শোয়ার ঘরে রক্ষিত ফ্রিজ হতে ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

অভিযানকারী পুলিশ দল ওই সময় তারই রান্না ঘরের চুলার মধ্যে আরো ১৫টি ফেনসিডিলের খালি বোতল পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীদের মন্তব্য, ফেনসিডিলের খালি বোতলগুলো আগুনে জ্বালিয়ে দেয়ার জন্য রান্না ঘরের চুলায় ফেলে রাখা হয়েছে। ওই সময় পুলিশ ৭ বোতল ফেনসিডিল সহ ফ্রিজ জব্দ করেছেন। এব্যাপারে সুখ্যাতি গ্রামের আনারুল হকের পুত্র মোঃ কাবুল হোসেন (২৮) ও মোঃ সাবুল হোসেন (১৯)’ র বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৪(খ) ধারায় আটোয়ারী থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলা নং-১৬, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা ৭ বোতল ফেনসিডিল সহ ফ্রিজ জব্দ এবং মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটোয়ারী থানায় মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী পালিয়ে গেছে। তবে তাদের গ্রেপ্তারের ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে। তিনি আরো বলেন, মাদক বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *