December 21, 2024, 4:19 pm
মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,
কুমিল্লা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ও সাবেক জনপ্রিয় কমিশনার ঐহিহ্যবাহী কুমিল্লা বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন কেন্দ্র (টাউনহল) এর বর্তমান সাধারণ সম্পাদক, কুমিল্লাস্থ কসবা উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকসহ বহু সামাজিক-সাংস্কৃতিক সংঠনের সদস্য ও পৃষ্ঠপোষক বিশিষ্ট ঠিকাদার হেলাল উদ্দিন আহম্মেদ। তিনি
কুমিল্লা মহানগর আওয়ামীলীগের ১০নং ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ০১ সেপ্টেম্বর টাউনহল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সিদ্ধান্ত হয়।
১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পদে বিশাল ত্রি-বার্ষিক সম্মলনে কুমিল্লা গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার সাক্ষরিত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সম্মেলনে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
সাধারণ সম্পাদক করা হয়েছে ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মঞ্জুর কাদের মনিকে।এতে দলীয় নেতা-কর্মীদের মাঝে আনন্দ মুখর ও উচ্ছাস দেখা যায়।